October 6, 2024, 2:22 pm
প্রেস রিলিজ: র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানা এলাকায় ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য চোলাইমদ হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ জানুয়ারি ২০২২ ইং তারিখ সময় ১৪.০০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন বিআরটিসি ট্রাক ডিপো এর সামনে সাতমাথা হইতে তিনমাথাগামী রোডের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শ্রী নবীণ সরকার (৪৫), পিতাÑপ্রমোথ সরকার, সাং- চক আলম, থানা ও জেলা-বগুড়া‘কে ৪৮ লিটার চোলাইমদসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।