dailyalopratidin
- Tuesday, February 22, 2022 / 753 বার দেখা হয়েছে
শাজাহানপুর প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুরে প্রখ্যাত আলেমেদ্বীন ও ঘাষিড়া এহইয়াউল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সুপারিন্টেনডেন্ট আলহাজ্ব হযরত মাওলানা কোরবান আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার রাত্রি সোয়া তিনটায় তিনি বগুড়া শহরের একটি বেসরকারি চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল সোমবার বিকাল তিনটায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে তার নামাজে জানাজা তার সাবেক কর্মস্থল ঘাষিড়া এহইয়াউল উলুম দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা, এক স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন তার সন্তান সন্তানাদি নিকট আত্মীয় সহ ঘাষিড়া এহইয়াউল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি আহসান রবিন জরখিছ, বিহিগ্রাম এ,ডি,ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আ ন ম ইয়াহিয়া, সাজাপুর ফুলতলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নান, মহাস্থান মাহিসাওয়ার আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব আবু বকর সিদ্দিক, ঘাষিড়া এহইয়াউল উলুম দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুল আলম, বার আঞ্জুল দাখিল মাদ্রাসার সুপার গোলাম আজম, বনভেটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলাল হোসেন, পারতেখুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিকুল ইসলাম, মাদলা মাদ্রাসার সুপার মাওঃ আনোয়ার হোসেন, ডোমনপুকুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম পাইকুড়ি, মাওলানা মহসিন আলী, মরহুমের সাবেক কর্মস্থল ঘাষিড়া এহইয়াউল উলুম দাখিল মাদ্রাসার সহ সুপার মহসিন আলী, সহ শিক্ষক ছানোয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ, মোসলেম উদ্দিন সহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীগণ।