dailyalopratidin
- Tuesday, February 22, 2022 / 233 বার দেখা হয়েছে
শাজাহাপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে সীমানা নির্ধারণ আইন না মেনে উপজেলা বিএনপির অফিসের পূর্বধারের সীমানা ঘেঁষে বিল্ডিং নির্মাণ করার কারণে গ্রাম আদালতে অভিযোগ হয়েছে।
মাঝিড়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচারক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর মাহমুদ মুন্সি বাদী হয়ে অভিযোগটি দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় বিবাদী সাজাপুর নতুন পাড়া গ্রামের মৃত ধীরেন্দ্র নাথের পুত্র শ্রী দুলাল চন্দ্র কর্মকারকে(৪৩) বিগত ডিসেম্বর মাসে উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীগণ বিল্ডিং নির্মান আইন মেনে বাড়ি করার অনুরোধ করেন এবং তিনি তাতে সন্মত হন। কিন্তু পরবর্তিতে নেতা
কর্মীদের অনুরোধকে উপেক্ষা করে সীমানা আইন না মেনেই বিল্ডিং নির্মান শুরু করে।
এ বিষয়ে বিবাদী দুলাল চন্দ্র জানান, বিএনপির নেতা কর্মীদের অনেকের সাথে কথা বলেই তিনি বাড়ি নির্মান শুরু করেছেন।
নুর মাহমুদ মুন্সি জানান, বাড়ি নির্মাণের বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে উপজেলা যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিবাদী কে অনুরোধ করি কিন্তু তিনি শোনেন না। ফলে গ্রাম আদালতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।