dailyalopratidin
- Saturday, February 26, 2022 / 342 বার দেখা হয়েছে
শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর থানায় আতিকুল ইসলাম (২৮) নামে এক ছিনতাইকারীকে বার্মিজ চাকুসহ আটক করা হয়েছে। ছিনতাইকারী আতিকুল ইসলাম উপজেলার চোপীনগর ইউনিয়নের বিহিগ্রাম পূর্বপাড়ার আজাহার আলীর সন্তান।
জানাযায়, গত ২৫ ফেব্রুয়ারী রাত্রি ০৯.৩০ ঘটিকায় আসামী আতিকুল ইসলাম শাজাহানপুর থানার জামালপুর গ্রামের ডোমিনো স্কুলের রাস্তার পশ্চিমপাশে শেরপুর হতে আসা একটি সিএনজিতে থাকা মহিলার লেডিস ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে মোটর সাইকেল পালিয়ে যায়।
ছিনতাইকৃত ব্যাগে ১০ হাজার টাকা, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র ছিল।
স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে এস আই শামীম হাসান, এস আই গোলাম রসুল, এ এস আই মানিকুজ্জামান ও ফোর্সসহ স্থানীয় জনগণের সহায়তায় দ্রুত আসামী আতিকুল ইসলাম কে আটক করে। এ সময় পুলিশ আসামীর নিকট হতে ছিনতাই করা লেডিস ব্যাগ, ব্যাগে থাকা ১০ হাজার টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। এসময় ছিনতাইয়ের জন্য ব্যবহৃত মোটরসাইকেল, বার্মিজ চাকু, মোবাইল ফোন ও ছিনতাই করা লেডিস ব্যাগ জব্দ করা হয়েছে।
এস আই শামীম হাসান জানান, আসামীকে দ্রুত বিচার আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।