October 6, 2024, 1:19 pm
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শাজাহানপুরে জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে রুবেল সরকারকে সভাপতি, নুরুন্নবী তারেককে সাধারন সম্পাদক ও আহাদুর রহমান লিমনকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আছাদুর রহমান দুলু।
এর আগে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল।
জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মতিউর রহমান টুকুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্যা, হোসেন শরীফ মনির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান প্রমুখ।