September 20, 2024, 4:49 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি।

বিরামপুরে ওএমএস’র জন্য গভীর রাত থেকে দীর্ঘ লাইন ডিলার ও বরাদ্দ বৃদ্ধির দাবি

Exif_JPEG_420

আব্দুর রউফ সোহেল ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
বিরামপুর পৌর এলাকার ওএমএস’র চাল ও আটা বিক্রির ডিলারদের সামনে ক্রেতারা চাল আটা কেনার জন্য গভীর রাত থেকে লাইন দিয়ে অপেক্ষা করেন। ডিলারগণ বলছেন, প্রতিদিন মজুদ ফুরিয়ে গেলে অনেক ক্রেতা লাইনে দাঁড়িয়েও চাল-আটা না পেয়ে ফিরে যান।
সরজমিনে দেখা গেছে, পৌর এলাকার ওএমএস’র (খোলা বাজারে বিক্রি) ডিলারদের সামনে চাল ও আটা ক্রেতাদের দীর্ঘ লাইন। বিরামপুর ঢাকা মোড়ে ডিলারের নিকট চাল কিনতে আসা পূর্বপাড়া মহল্লার ষাটোর্দ্ধ ভ্যান চালক আফসার আলী বলেন, তিনি রাত ৩টা থেকে লাইন দিয়ে আছেন। লাইনে থাকা আরো অনেকে বলেন, তারাও চাল-আটা কেনার জন্য গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে সারিবদ্ধ ভাবে ব্যাগ রেখে অপেক্ষা করছেন। নারীদের লাইনেও নারীরা দাঁড়িয়ে থাকতে থাকতে এক সময় মাটিতে বসে পড়ছেন। দীর্ঘ অপেক্ষা নিয়ে লাইনে দাঁড়িয়েও শেষ সময়ে অনেকে চাল-আটা না পেয়ে হতাশ হয়ে মলিন মুখে ফিরে যাচ্ছেন। শহরের ৫টি ডিলারের সামনে ক্রেতাদের একই চিত্র।
ওএমএস ডিলার জাহাঙ্গীর আলম বলেন, লাইনের শেষে থাকা অনেক ক্রেতা চাল-আটা না পেয়ে ফিরে যান। তিনি আরো বলেন, প্রতিদিন বিক্রির জন্য আটা ও চালের বরাদ্দ বৃদ্ধি করা হলে ক্রেতাদের চাহিদা পূরণ সম্ভব হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান বলেন, বিরামপুর পৌর শহরে ৫টি ডিলারের মাধ্যমে ডিলার প্রতি প্রতিদিন ১টন চাল ও ১টন করে আটা খোলা বাজারে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া হয়। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ক্রেতাদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে খাদ্য বিভাগের জেলা কমিটির সমন্বয় সভায় ডিলার সংখ্যা বৃদ্ধি ও বিক্রির বরাদ্দ বৃদ্ধির বিষয়টি উত্থাপন করা হয়েছে।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, ডিলারদের সামনে লাইনের শেষে দাঁড়ানো অনেক ক্রেতা চাল-আটা কিনতে না পেরে ফিরে যাওয়ার বিষয়টি তিনিও অবগত হয়েছেন। সব ক্রেতারা যাতে চাল-আটা কিনতে পারেন সেজন্য ডিলারদের বরাদ্দ বৃদ্ধির জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com