October 6, 2024, 1:24 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়ীয়ার হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার ঢাকা থেকে গ্রেফতার। কাহালুতে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় লম্পটকে আটক, অতঃপর ছিনিয়ে নেওয়ার অভিযোগ। পাবনায় গাঁজা ও ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শরীয়তপুরের ডামুড্যা এলাকায় চাঞ্চল্যকর রাসেল হত্যাকান্ডে জড়িত অন্যতম প্রধান আসামী মনির ফকির গ্রেফতার। মাদারীপুরে ০৬ বছরের প্রতিবন্ধী শিশু ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি গ্রেফতার। বগুড়া সদর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত. কাহালুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবকদের সাথে মত বিনিময় সভা। বদলগাছীতে বিভিন্ন আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত।

সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায়, গৃহবধূকে মাঝরাত পর্যন্ত নির্যাতন ;অপমানে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার গাবতলীতে সুদের টাকা ফেরত দিতে না পারায় রিমা বেগম নামে এক গৃহবধূকে মাঝরাত পর্যন্ত আটকে রেখে নির্যাতন করে দাদন ব্যবসায়ী। এই অপমান সইতে না পেরে তাঁর স্বামী দিনমজুর আব্দুল মালেক (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই দাদন ব্যবসায়ি গোলজার হোসেনকে এলাকাবাসীর চাপে গতকাল গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, রোববার (৯ জুলাই) ভোরে উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, চারমাস আগে মালেকের স্ত্রী রিমা দেড়ভরি স্বর্ণ, ব্যাংক চেকের ফাঁকা পাতা বন্ধক রেখে সুদের ওপর গোলজার কাছ থেকে ৩৬ হাজার টাকা নেন। পরে সেই টাকা টাকা সুদে আসলে লাখ টাকায় দাঁড়ায়। ওই টাকা পরিশোধ করতে না পারায় গত বৃহস্পতিবার গোলজার তাঁর দলবলসহ রিমাকে গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে আটকে রাখে। সেখানে রাত ২টা পর্যন্ত নানভাবে রিমার ওপর নির্যাতন চালানো হয়। পাশাপাশি তাঁর স্বামীকে খবর দেন, টাকা দিয়ে স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে যেতে। অন্যথায় অনৈতিক কাজ করিয়ে টাকা আদায় করার হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে খবর পেয়ে রাতেই রিমার বাবা ৭৫ হাজার টাকা দিয়ে দাদন ব্যবসায়ী গোলজারের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে নেন। এই অপমান সইতে না পেরে দিনমজুর আব্দুল মালেক শনিবার দিবাগত রাতে শয়ন ঘরের তীরে দঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ঘটনাটি জানাজানি পর এলাকাবাসী বিক্ষোভ শুরু করলে পুলিশ ওই দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং মারা যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় রোববার ওই গৃহবধূ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দাদন ব্যবসায়ী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এ বিষয়ে বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, মালেকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com