October 6, 2024, 2:03 pm
শেরপুর ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে নবম শ্রেণী শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি গ্রামে ঘটেছে।
অভিযোগে পাওয়া যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে নবম শ্রেণী শিক্ষার্থী উচরং বন্দে আলি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য শহরের প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজ নামক প্রতিষ্ঠানে যেয়ে বিকেলে কোচিং করতো। ভুক্তভোগী স্কুলে এবং কোচিং-এ যাওয়া আসার সুবাদে একই গ্রামের মো. আবু বক্কর সিদ্দিক এর ছেলে নাঈম সিদ্দিকী (২০)ওই শিক্ষার্থীর স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে ভুক্তভোগীর অভিযোগ মোতাবেক তার বাবা-মা ছেলের অভিভাবক কে বিষয়টি জানায়। এতে নাঈম সিদ্দিকী কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন ১আগস্ট ভুক্তভোগী কোচিং করে বাড়ি ফেরার সময় আনুমানিক সাড়ে ছয়টায় নাঈম সিদ্দিকীর বাড়ির সামনে পৌছালে নাঈম তাকে ফুসলিয়ে বিয়ের প্রলভন দিয়ে ঘরে নিয়ে যায় তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী তাকে বিয়ের কথা বললে ভুল বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ঘটনার পর ২৫ আগস্ট ভুক্তভোগীর মা মোছা. সপ্না বেগম বাদী হয়ে ধর্ষক নাইম সিদ্দিকীর বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা অভিযোগটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সং ৩) ৯এর(১) ধরা মামলা হিসেবে রুজু করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন ধর্ষণকারীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।