September 20, 2024, 5:03 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি।

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর অভিযানে ডাকাত দলের সর্দার গ্রেফতার।

প্রেস রিলিজ: মোঃ জামাল হোসেন (৩৭), পিতা- মৃত বাছেদ আলী, সাং- কচুয়া, থানা- সখিপুর, জেলা- টাঙ্গাইল গত ২৩ জানুয়ারি ২০২৪ ইং তারিখ টাঙ্গাইল জেলা হতে ২২টি গরু ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নীলফামারী জেলার জলঢাকা বাজারে যান। পথিমধ্যে গত ২৪ জানুয়ারি ২০২৪ ইং তারিখ রাত্রি অনুমান ০২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকার রহবল গ্রামস্থ দোসীমানা ইটভাটার নিকট পৌঁছলে ডাকাত দল বহনকারী একটি সাদা রংয়ের প্রাইভেট কার করে তাদের গরুবাহী ট্রাকের সামনে এসে গতিরোধ করে ট্রাক থামিয়ে ট্রাকে থাকা ব্যক্তিদের হাত পা বেধে রেখে জমিতে ফেলে রেখে গরু নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন যার প্রেক্ষিতে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা নং-২৮, তারিখ ২৪/০১/২৪ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। এ ধরনের ডাকাতির ঘটনা বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। এরই প্রেক্ষিতে, র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় অদ্য ০৯ ফেব্রæয়ারি ২০২৪ ইং তারিখ ০২.৫০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন আলাদিপুর এলাকায় অভিযান পরিচালনা আসামী মোঃ তাহাজুল ইসলাম তাহাজ্জুল (৩৮), পিতা- মৃত আঃ জলিল, সাং- আলদিপুর, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ বগুড়া’কে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি জ্যাকস্ক্রু, ০১টি ¯øাই রেঞ্জ, ০১টি হাতুরি, ০১টি লোহার পাইপসহ গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবত ডাকাতির কাজে জড়িত। ধৃত আসামীর নামে বগুড়া জেলার সদর থানায় ০৬টি, নওগাঁ জেলার বদলগাছী থানায় ০২টি, বগুড়া জেলার শাজাহানপুর থানায় ০২টি, রংপুর জেলার কাউনিয়া থানায় ০১টি, জিএমপি’র কোনাবাড়ী থানায় ০১টি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় ০১টি, জয়পুরহাট কালাই থানায় ০১টিসহ সর্বমোট ১৪টি চুরি, ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও অন্যান্য অপরাধজনিত মামলা রয়েছে মর্মে জানা যায়। ধৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ গরু ডাকাতি চক্রের সর্দার। এই চক্রের কয়েকজন সক্রিয়ভাবে ডাকাতি করে, কয়েকজন ডাকাতিকৃত মালামাল অন্যত্র পরিবহন করে নিয়ে যায়, আর অন্যান্য সদস্যরা লুন্ঠনকৃত মালামাল বিক্রয়ের ব্যবস্থা করে। তাদের নির্দিষ্ট ক্রেতা রয়েছে। ধৃত ব্যক্তি এ যাবত ৫/৬ শত গরু চুরি/ডাকাতি করেছে মর্মে জিজ্ঞাসাবাদে জানায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা, বগুড়ায় সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com