October 6, 2024, 2:28 pm
নিউজ ডেস্ক: হত্যার হুমকি পাওয়া আলোচিত জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীনকে বদলি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য যে এর আগে ৫ (ফেব্রুয়ারি) হত্যার হুমকি পেয়ে তিনি জয়পুরহাট সদর থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন অভিযোগ করেন, ৫ ফেব্রুয়ারি রাতে তাঁর শয়নকক্ষের দরজার লক কেউ খোলার চেষ্টা করছিলেন, এমন শব্দে তাঁরা স্বামী-স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় তাঁরা চিৎকার শুরু করেন। তাঁর স্ত্রী বাসার কাছে থাকা পুলিশের কনস্টেবল আরিফুল ইসলামকে মুঠোফোনে ঘটনাটি জানান। তিনি নিজে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে ঘটনাটি জানান। এর মধ্যে দুষ্কৃতকারীরা দরজার লক খুলে ঘরের ভেতরে ঢোকেন। একজন লম্বা ছোরা দেখিয়ে বিচারককে হুমকি দেন। তখন পুলিশের কনস্টেবল আরিফুল বাসার বাইরে এসে বলেন, ‘স্যার, আমি আরিফ। পুলিশ। আপনার কী হয়েছে?’ এ কথা শোনার পর দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, তাঁর বাসা থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা চুরি গেছে। গত ৩১ জানুয়ারি তিনি এক মামলায় ১১ আসামিকে মৃত্যুদণ্ড দেন। আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা আছে। তিনি ধারণা করছেন, ওই মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামিরা নিজেরা অথবা তাঁদের পক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।