October 6, 2024, 1:04 pm
প্রেস রিলিজ: নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ০১টি পিকআপ গাড়ী উদ্ধারসহ ১জন গ্রেফতার এর পাশাপাশি বিভিন্ন অপরাধে মোট ১৩জন গ্রেফতার।
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বেলাব থানা কর্তৃক ২০ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ১৮.০৫ ঘটিকায় বেলাব থানাধীন খামারের চর এলাকা থেকে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১টি পিকআপ গাড়ী উদ্ধার করা হয়৷ এছাড়া গোয়েন্দা শাখা কর্তৃক ২০ ফেব্রুয়ারি ২০২৪ রাত ২১.৩০ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন সৈয়দনগর এলাকা থেকে ১ কেজি গাজা উদ্ধারসহ আহম্মেদ হোসেন (৪৫) নামের ১ জন গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে রায়পুরা থানা কর্তৃক পরোয়ানা মূলে ৩ জন আসামী গ্রেপ্তার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ০৯ জন আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ৩৪ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।