September 20, 2024, 4:56 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি।

রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে ১৩ জন আহত।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মুসলিমপাড়া এলাকায় স্টিল ব্রিজের সামনে পিকনিকের বাস উল্টে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পিকনিকের বাসটি চট্টগ্রাম থেকে কাপ্তাই আসার পথে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের ব্যাঙছড়ি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তারা সকলেই চট্টগ্রাম মহানগর থেকে কাপ্তাইয়ে ঘুরতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই পুলিশ, ৪১ বিজিবি, ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে কাজ শুরু করেন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর আড়াইটার দিকে সড়ক থেকে গাড়িটি সরিয়ে সড়কের পাশে রেখে যান চলাচল স্বাভাবিক করা হয়।

কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পিকনিকের বাস উল্টে ১৩ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্ঘটনাকবলিত বাসে ৪০ থেকে ৪৩ জনের মতো যাত্রী ছিল। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com