September 20, 2024, 5:37 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি।

বাংলাদেশে বড় বড় প্রকল্পে কাজের তদারকিতে ড্রোন ব্যাবহার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: প্রকল্পের অনিয়ম বা অসংগতির বিষয়টি ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে এই ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু করছে আইএমইডি।

সম্প্রতি রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক প্রকল্প পরিদর্শনে যান আইএমইডির কর্মকর্তারা। হাই-টেক পার্কের প্রধান স্থাপনা জয় সিলিকন টাওয়ার ১৪ তলা হওয়ায় ড্রোন দিয়ে পরিদর্শনের সিদ্ধান্ত নেন তাঁরা। ড্রোনটি টাওয়ার ঘুরে ছবি তোলে। সেখানে ধরা পড়ে ভবনের ১৪ তলার ওপরের পানির পাইপ ফাটা, যেখান থেকে পানি বের হচ্ছে। পরে ত্রুটিপূর্ণ পাইপ পরিবর্তনের নির্দেশ দেন কর্মকর্তারা।

গাজীপুর মেডিক্যাল কলেজ প্রকল্প পরিদর্শনে গিয়ে আইএমইডির কর্মকর্তারা ড্রোনের মাধ্যমে দেখতে পান, সেখানে কিছু জায়গায় দেয়াল না তুলেই সীমানাপ্রাচীরের কাজ শেষ করা হয়েছে। দেয়াল পুরোটা হয়নি অথচ পুরো কাজের টাকা তুলে নেওয়া হয়েছে। আইএমইডির নির্দেশে এখন দেয়ালের বাকি অংশ করা হচ্ছে।

লেজার প্রযুক্তির ড্রোন কিনবে বলে আইএমইডির একটি সূত্রে জানায়। কারণ, এই প্রযুক্তির ড্রোন দিয়ে আকাশ থেকে পানির নিচের গভীরতাও মাপা যায়। এই ড্রোন নদী খনন প্রকল্প পরিদর্শনের সময় ব্যবহার করা যাবে। কারণ ঠিকাদাররা নদীর তলদেশ যতটা গভীর করে খনন করার কথা, তা করেন না বলে অভিযোগ রয়েছে। আবার পানির নিচে গিয়ে গভীরতা মাপাও যায় না। তাই এই প্রযুক্তির ড্রোন ব্যবহার করবে আইএমইডি। এ ছাড়া প্রকল্প এলাকার জমি অধিগ্রহণ ঠিকমতো হয়েছে কি না, সেটি দেখার জন্য জিও ম্যাপিং প্রযুক্তির ড্রোন কেনার পরিকল্পনা রয়েছে আইএমইডির।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com