September 20, 2024, 5:59 pm
বগুড়া প্রতিনিধি: গতকাল মঙ্গলবার ২৭ (ফেব্রুয়ারি) র্যাব-১২, সিপিএসসি এর মাদক বিরোধী অভিযানে মোঃ দুলু মিয়া (৩৪) নামে এক আসামি কে ০৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নীলফামারী হতে বগুড়া শেরপুরগামী একটি মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০২/২০২৪ তারিখ রাত্রি ২২.০০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া মধ্যপাড়াস্থ শাহীন ও হাবীব হাউস এর সামনে বগুড়া টু ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ দুলু মিয়া (৩৪), পিতা- মৃত জাফর আলী, সাং- ভাবনচুর (সরা তিস্তা), থানা- জলঢাকা, জেলা- নীলফামারী’কে ০৫ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেল, ০১টি মোবাইলফোনসহ গ্রেফতার করে।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানা, বগুড়ায় ০১টি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।