September 20, 2024, 5:48 pm
দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: সিরাজগঞ্জ এনায়েতপুরে মেয়েকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় দৈনিক মানবজমিন পত্রিকার এনায়েতপুর প্রতিনিধি খোরশেদ আলম ওরফে বাবু মীর্জাকে (৪২) মারধর করেছে উত্যক্তকারীরা। এ ঘটনায় চারজন বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সাংবাদিক খোরশেদ আলম বাবু মির্জা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম এলাকার মো. আজিজুল হক হৃদয় (২০), গোপীনাথপুর গ্রামের নাজমুল হোসেন রোকন ভূঁইয়া (২৫), খোকশাবাড়ি গ্রামের আশরাফুল ইসলাম (২৭) ও গোপীনাথপুর গ্রামের রাশেদ উদ্দিন ভূঁইয়া (৪২)।
সাংবাদিক খোরশেদ আলম জানান, তার মেয়ে বাবলী খাতুন কেজির মোড়ে আইসিএল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার পথে আজিজুল হক হৃদয় তাকে প্রায়ই উত্যক্ত করত। বিষয়টি সে পরিবারকে জানায়। পরে মেয়েকে উত্যক্ত করতে বখাটেদের নিষেধ করি। এতে তারা আরও ক্ষিপ্ত হয় আজিজুল। এ অবস্থায় গতকাল বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল বাবলী। পথিমধ্যে কেজির মোড় এলাকায় পৌঁছলে রাস্তার পাশে ওৎপেতে থাকা আজিজুল হক হৃদয় তাকে হেনস্তা করে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটানাস্থলে যাই এবং শ্লীলতাহানির ব্যাপারে প্রতিবাদ করি। এ সময় এজাহারনামীয় সাত আসামিসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। একপর্যায়ে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গ্রেপ্তার করে।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ৪ বখাটেকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।