October 6, 2024, 12:55 pm
দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: কক্সবাজারের সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের লারপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে এক আচার উৎপাদনকারী কারখানার ব্যবস্থাপক’কে এক লক্ষ (১,০০,০০০) টাকা জরিমানা করেছে র্যাব ১৫।
অদ্য ০৬ মার্চ ২০২৪ ইং তারিখে, অনুমান বিকাল ৪.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের লারপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। উক্ত মোবাইল কোর্ট অভিযানে বর্ণিত এলাকায় আচার উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স ফরহাদ ফুড এ নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৮ ধারা মোতাবেক বাধ্যতামূলক খাদ্যপণ্য উৎপাদন, খাদ্য উৎপাদনে যথোপযুক্ত পরিবেশের অভাব, বিক্রয় সংশ্লিষ্ট চালান, নাম-ঠিকানা ও রশিদ প্রদর্শনের ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার (৩০), পিতা-গোলাম হোসেন, মাতা-মমিনা খাতুন, সাং-পশ্চিম লারপাড়া, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করানো হয়।