October 6, 2024, 12:30 pm
দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: নরসিংদীর শিবপুরে সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) এর অফিসের সামনে এক শিক্ষককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ০৬ মার্চ বাড়ি ফেরার সময় পথিমধ্যে দুপুর দিকে এ ঘটনা ঘটে।
আহত হারুনুর রশিদ শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তিনি উপজেলার পূবেরগাঁও গ্রামের আবুল হাশিমের ছেলে।
আহত শিক্ষক হারুন জানান, দুপুরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। শিবপুর সদরের ওয়ারিশ আলী মার্কেটের সামনে পৌঁছালে আগে থেকে ওঁতপেতে থাকা অজ্ঞাত দুই যুবক তাকে জোরপূর্বক শিবপুর সার্কেল অফিস সংলগ্ন স্থানে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেওয়াসহ বেধড়ক মারধর করতে থাকে। এ সময় হামলাকারীরা বলতে থাকে ‘তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এক লাখ টাকার বাজেট হয়েছে’। রক্তাক্ত জখম করে আহত করার পর শিক্ষক হারুনকে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে শিক্ষার্থীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিবপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী শিক্ষক।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজীব হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষক উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যতটুকু শুনেছি যারা হামলা করেছে তাদের কাওকেই ওই শিক্ষক চেনেন না। তারা কেন তার ওপর হামলা করেছে এ বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।