October 6, 2024, 2:18 pm
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা জামাদারপুকুর জিসিএম – গাড়িদহ NHW পর্যন্ত জনগুরুত্বপূর্ণ ৭ কিলো রাস্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থায়নে ৯ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামাদারপুকুরে প্রধান অতিথি হিসেবে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এসময় উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, সহকারী প্রকৌশলী তালিম হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, আওয়ামী লীগ নেতা সেলিম হোসেন, আব্দুল ওয়াদুদ মুকুল, গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, ঠিকাদারি প্রতিষ্ঠান অন্তরা বিকাশ ত্রিপুরা প্রতিনিধি আতিকুর রহমান সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওতায় চুক্তিমূল্যে ৯ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর হইতে গাড়িদহ পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শাজাহানপুর।
(শাহ আলম)