September 20, 2024, 4:44 pm
দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন এলাকা হতে, বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাঞ্চল্যকর ০৯ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান (১নং) আসামী গ্রেফতার।
র্যাব-৮, বরিশাল, সদর কোম্পানী কর্তৃক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল হোসেন (২২), পিতা-মোঃ ফরিদ হাওলাদার, সাং বাহেরচর, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল।
উল্লেখ্য যে, গত ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে অনুমান সন্ধা ০৫.১০ ঘটিকার সময় ভিকটিম মোসাঃ আয়েশা আক্তার মনি (০৯) তার সৎ চাচার বসত ঘরে বেড়াতে গেলে ভিকটিমকে একা পেয়ে মুখ চেপে ধরে শিশু ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি গোপন রাখতে আসামী ভিকটিমকে খুনের ভয়ভীতি প্রদান করে। ভিকটিম শিশু ভয়ে কাউকে বিষয়টি না জানিয়ে গোপন রাখে। কিন্তু এক পর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে গেলে শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তারের সম্মুখে ধর্ষণের বিষয়টি খুলে বলে।
উল্লেখিত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ রিদওয়ান হোসেন (৩৮) বরিশালের বাবুগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীকে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।