October 6, 2024, 12:42 pm
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে “ডক্টর সার্ভিস ইন রংপুর সংগঠন” রেনেসাঁ হেলথ্ কেয়ারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ঐতিহ্যবাহী এলাকা বারপাইকেরগড় দরগা বাজার কমিটির আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা “পল্লী বিকাশ সহায়ক সংস্থা ” এর কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে হেলথ সিটি স্পেশালাইজড হাসপাতাল, রংপুর এর মেডিকেল অফিসার- ফিজিক্যাল মেডিসিন (অর্থো) ও বাথ-ব্যথা বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে একটি মেডিকেল টিম দিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে অবস্থিত রেনেসাঁ হেলথ কেয়ার এন্ড ডিজিটাল ল্যাবের পরিচালক বায়েজিদ আহম্মেদ কাবা, পল্লী বিকাশ সহায়ক সংঘের নির্বাহী পরিচালক মোহাম্মদ সুলতান কবির, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি সানোয়ার হোসেন সানু, বারপাইকেরগড় মাজার কমিটির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, শেখালীপাড়া জোনাকি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম প্রমুখ।
(মোহাম্মদ সুলতান কবির)