October 6, 2024, 1:30 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়ীয়ার হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার ঢাকা থেকে গ্রেফতার। কাহালুতে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় লম্পটকে আটক, অতঃপর ছিনিয়ে নেওয়ার অভিযোগ। পাবনায় গাঁজা ও ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শরীয়তপুরের ডামুড্যা এলাকায় চাঞ্চল্যকর রাসেল হত্যাকান্ডে জড়িত অন্যতম প্রধান আসামী মনির ফকির গ্রেফতার। মাদারীপুরে ০৬ বছরের প্রতিবন্ধী শিশু ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি গ্রেফতার। বগুড়া সদর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত. কাহালুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবকদের সাথে মত বিনিময় সভা। বদলগাছীতে বিভিন্ন আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত।

কক্সবাজারে ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামি গ্রেফতার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার গুণগাছ তলা এলাকা হতে ডাকাতি প্রস্তুতি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত এবং দীর্ঘদিন যাবত একজন পলাতক আসামী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ হেলাল হোসেন (৩৭), পিতা-মৃত নুরুচ্ছফা, মাতা-মৃত হাজেরা খাতুন, সাং-পশ্চিম কুতুবদিয়া পাড়া, ০১নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, কক্সবাজার সদর থানার মামলা নং-০১, তারিখ ০১/১২/১৯ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ মোতাবেক ডাকতি প্রস্তুতি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিন যাবত পলাতক আসামী মোঃ হেলাল হোসেন’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে।

উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার গুণগাছ তলা এলাকায় আত্মগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ মার্চ ২০২৪ তারিখ অনুমান ০১.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার পলাতক আসামী মোঃ হেলাল হোসেন (৩৭), পিতা-মৃত নুরুচ্ছফা, মাতা-মৃত হাজেরা খাতুন, সাং-পশ্চিম কুতুবদিয়া পাড়া, ০১নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com