September 20, 2024, 3:53 pm
দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: জাল ভোট দেওয়ার অপরাধে আবুল কালাম (৪৩) মিয়াকে নির্বাচন আচরন বিধিমালা ২০১৬ এর ৩১(১) ধারা অনুযায়ী তাকে ০৭ (সাত) দিনের কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত আবুল কালাম চরফ্যাশন উপজেলার দক্ষিন চরআইচা গ্রামের সুলতানা মিয়ার পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, গত ০৯ মার্চ ২০২৪ ইং তারিখে বেলা ১২.৪৫ ঘটিকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মানিকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে (৭নং কেন্দ্র) দক্ষিন চর আইচা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অসতভাবে প্রবেশ করে জাল ভোট দেওয়ার চেষ্টা করে।
পরে র্যাব-৮, সিপিএসসি, র্যাব ক্যাম্প ভোলা এর র্যাব সদস্যদের সহযোগীতায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আরাফাত হুসাইন মহোদয় কর্তৃক আবুল কালাম (৪৩), পিতা-সুলতান মিয়া, সাং-দক্ষিন চরআইচা, উপজেলা-চরফ্যাশন, জেলা- ভোলাকে আটক করা হয় এবং নির্বাচন আচরন বিধিমালা ২০১৬ এর ৩১(১) ধারা অনুযায়ী তাকে ০৭ (সাত) দিনের কারাদন্ড প্রদান করেন।