October 6, 2024, 1:30 pm
দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার একাধিক মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জহির উদ্দিন’কে নগরীর পাঁচলাইশ থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মামলা নং-১, তারিখ-০১ মার্চ ২০১৯, জিআর ৫৩/১৯, একই থানার মামলা নং-১০, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২০, জিআর ১৮৯/২০২০ এবং মামলা নং-১৯, তারিখ-২১ ফেব্রুয়ারি ২০২১, জিআর-৩২/২১ এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জহির ওরফে মোঃ জহির উদ্দিন চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১ নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল গত ১১ মার্চ ২০২৪ ইং তারিখে আনুমানিক ০২.০৫ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ জহির ওরফে মোঃ জহির উদ্দিন (৪৫), পিতা-মৃত আবুল হোসেন, সাং-দেওপাড়া, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় ০৪ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ০৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।