October 6, 2024, 1:28 pm
দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় জেলা প্রশাসন, সিভিল সার্জন এর কার্যালয় এবং র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ ০৪ টি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টার সিলগালাসহ ০২ টি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টারে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১২ মার্চ ২০২৪ ইং তারিখে সকাল অনুমান ১১.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকায় রেডিসন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এবং নিউ সমরিতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এ অপারেশন ল্যাব অপরিচ্ছন্ন থাকার কারণে ময়মনসিংহ জেলা প্রশাসনের মাধ্যমে ৫০,০০০/- টাকা করে সর্বমোট ১,০০০০০/- (এক) লক্ষ টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়।
একই তারিখে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক, সিটি হাসপাতাল, নিউ সিটি হাসাপাতাল ও ইউনাইটেড ক্লিনিক এর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স না থাকায় উক্ত হাসপাতালগুলোকে সিলগালা করা হয়।