October 6, 2024, 2:08 pm
দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: রাজশাহীর তানোর হতে ১০২০ লিটার চোলাই মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-৫।
১৫ মার্চ ২০২৪ ইং তারিখে সময় সকাল-০৮.৩০ ঘটিকায় রাজশাহী জেলার তানোর থানাধীন রাইতান বড়শো গ্রামের অন্তর্গত কালীগঞ্জ বাজার নামক এলাকায় অপারেশন পরিচালনা করে চোলাই মদ-১০২০ লিটার উদ্ধার করেছে সিপিএসসি, র্যাব-৫।
এসময় আসামী ১। সন্ধ্যা রাণী (৪০), স্বামী-যোগিন্দর কুজুর ও ২। রতন সিং (৫২), পিতা-মৃত সুঞ্চু সিং উভয়সাং- রাইতান বড়শো কালিগঞ্জ বাজার, থানা-তানোর, জেলা-রাজশাহীদ্বয়‘কে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার তানোর থানাধীন রাইতান বড়শো গ্রামের অন্তর্গত কালীগঞ্জ বাজারস্থ মাদক ব্যবসায়ী যোগিন্দর কুজুর (৪৫) এর বসতবাড়িতে চোলাই মদ তৈরী করে বিক্রয় করছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের গোয়েন্দা দল উক্ত মাদক ব্যবসায়ী যোগিন্দর কুজুর (৪৫) এর বসতবাড়ীর চতুর দিকে ঘেরাও করে বাড়ীর ভিতর প্রবেশ করা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল উক্ত বাড়ির ভিতরেই উপরে উল্লেখিত ১ নং আসামী সন্ধ্যা রাণী (৪০)’কে সংগীয় নারী র্যাব সদস্যের সহায়তায় এবং ২নং আসামী রতন সিং (৫০)’কে অন্যান্য র্যাবের সদস্যরা ধৃত করে এবং অপর ০১জন ব্যক্তি দক্ষিণ দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার তানোর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।