September 20, 2024, 5:34 pm
নরসিংদী প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫২ পিস ইয়াবা উদ্ধারসহ মোট-০২ জন গ্রেফতার এর পাশাপাশি বিভিন্ন অপরাধে সবমোট ২৩ জন গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫২ পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে পলাশ থানা কর্তৃক ১৫ মার্চ ২০২৪ দুপুর ১৩.৩৫ ঘটিকায় পলাশ থানাধীন ঘোড়াশাল টোলপ্লাজা এলাকা হতে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সুমন (২৮) নামের ০১ জন গ্রেফতার করা হয়। এর পাশাপাশি বেলাব থানা কর্তৃক ১৫ মার্চ ২০২৪ রাত ১০.৫০ ঘটিকায় বেলাব থানাধীন পোড়াদিয়া বাজার এলাকা হতে ৫২ পিস ইয়াবা উদ্ধারসহ মোঃ ফারুক মিয়া (৩৬) নামের ০১ জন গ্রেফতার করা হয়। এছাড়াও নরসিংদী মডেল থানা কর্তৃক নিয়মিত মামলায় ০৫ জন গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে মনোহরদী থানা কর্তৃক পরোয়ানা মূলে ০৩ জন গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১৩ জন গ্রেফতার করা হয়।
উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ২১টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।