October 6, 2024, 1:21 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়ীয়ার হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার ঢাকা থেকে গ্রেফতার। কাহালুতে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় লম্পটকে আটক, অতঃপর ছিনিয়ে নেওয়ার অভিযোগ। পাবনায় গাঁজা ও ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শরীয়তপুরের ডামুড্যা এলাকায় চাঞ্চল্যকর রাসেল হত্যাকান্ডে জড়িত অন্যতম প্রধান আসামী মনির ফকির গ্রেফতার। মাদারীপুরে ০৬ বছরের প্রতিবন্ধী শিশু ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি গ্রেফতার। বগুড়া সদর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত. কাহালুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবকদের সাথে মত বিনিময় সভা। বদলগাছীতে বিভিন্ন আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত।

বগুড়ায় “রেড চিলি” রেস্টুরেন্ট থেকে নাশকতার ০৪ জামায়াত নেতা আটক।

বগুড়া প্রতিনিধি: গতকাল ১৭ মার্চ ২০২৪ ইং তারিখে নাশকতা মামলায় বগুড়া শহরের “রেড চিলি” রেস্টুরেন্টে থেকে ৪ জন জামায়াত নেতা কে গ্রেফতার করেছে বগুড়া সদর পুলিশ।

গ্রেফতারকৃত আসামিগণ হল, ১। মোঃ আঃ বাছেদ (৫৬), পিতা-মৃত বাহার উদ্দিন, মাতা-মৃত তাহেরা খাতুন, সাং-মহিষবাথান, ইউপি-শেখেরকোলা, থানা ও জেলা-বগুড়া, (সাবেক আমির, জামায়াতে ইসলামী বাংলাদেশ বগুড়া সদর উপজেলা শাখা) ইতিপূর্বে তার বিরুদ্ধে ১১টি নাশকতা মামলা এবং ০১ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।

২। মোঃ আব্দুল্লাহহেল বাকী (৫৫), পিতা-মৃত জিল্লুর রহমান, মাতা-মৃত গফুরুন নেছা, সাং-পশ্চিম কান্তনগর, ইউপি-কালেরপাড়া, থানা-ধুনট, জেলা-বগুড়া, (অর্থ সম্পাদক, জামায়াতে ইসলামী বাংলাদেশ বগুড়া পূর্ব জেলা শাখা) ইতিপূর্বে তার বিরুদ্ধে ০১টি নাশকতা মামলা আছে।

৩।মোঃ হুমায়ুন আহম্মেদ (৩৫), পিতা-মোঃ ওয়াহেদ আলী, মাতা-মৃত হালিমা বেগম, সাং-ডেমাজানী, ইউপি-আমরুল, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, (জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সক্রিয় সদস্য) ইতিপূর্বে তার বিরুদ্ধে ০১টি নাশকতা মামলা আছে।

৪। জাকারিয়া আকন্দ (৩০), পিতা-মোঃ আমজাদ হোসেন, মাতা-গোলেজা, সাং-মানিকদীপা বিন্নাচাপড়, ইউপি-আড়িয়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া (জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সক্রিয় সদস্য)।

বগুড়া জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানা যায়, গত ১৭ মার্চ বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার সদর থানাধীন “রেড চিলি” রেস্টুরেন্টে বগুড়া সদর ও শাজাহানপুর থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত সদ্ধিগ্ধ আসামীগণ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে বগুড়া সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সময় অনুমান বিকাল ৩.৩০ ঘটিকার উল্লেখিত রেস্টুরেন্ট হতে উপরোক্ত আসামীদের আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com