October 6, 2024, 1:37 pm
দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ০২ জনকে আটক করেছে র্যাব-৫।
১৯ মার্চ ২০২৪ ইং তারিখে বিকাল ০৫:১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সেলিমাবাদ দেওয়ান জায়গীর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ০২ জন সক্রিয় সদস্য ১। মোঃ বিপ্লব আলী (২৬), পিতা-মোঃ ইব্রাহিম আলী ওরফে ফিটু, মাতা-সাজেদা বেগম, সাং-চকদৌলতপুর, ২। মোঃ রায়হান (২১), পিতা-মোঃ মাইনুল ইসলাম, মাতা-মোছাঃ মোশতারা বেগম, সাং-চর হাসানপুর, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে কে হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব-৫ এর এক প্রেস ব্রিফিংয়ে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা জেলার বিভিন্ন স্থান থেকে অটোরিকশা, মোটরসাইকেল চুরি করে বিভিন্ন খোলা অংশ ভিন্ন ভিন্ন স্থানে বিক্রি করতো। এই বিষয়ে জানার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে ১৯ মার্চ মোটরসাইকেল চুরি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতা সহ ০২ জন সক্রিয় সদস্যকে চোরাইকৃত মোটরসাইকেল সহ র্যাবের আভিযানিক দল হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।