October 6, 2024, 2:19 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়ীয়ার হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার ঢাকা থেকে গ্রেফতার। কাহালুতে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় লম্পটকে আটক, অতঃপর ছিনিয়ে নেওয়ার অভিযোগ। পাবনায় গাঁজা ও ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শরীয়তপুরের ডামুড্যা এলাকায় চাঞ্চল্যকর রাসেল হত্যাকান্ডে জড়িত অন্যতম প্রধান আসামী মনির ফকির গ্রেফতার। মাদারীপুরে ০৬ বছরের প্রতিবন্ধী শিশু ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি গ্রেফতার। বগুড়া সদর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত. কাহালুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবকদের সাথে মত বিনিময় সভা। বদলগাছীতে বিভিন্ন আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত।

১৬ বছরের নাবালিকাকে অপহরণ,‌ অপহরনকারীকে জয়পুরহাট থেকে গ্রেফতার।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: ১৬ বছরের নাবালিকা সুমাইয়া কে অপহরণ, অপহরনকারী রিপনকে জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-০৫।

র‌্যাব-০৫, ২৪ মার্চ ২০২৪ ইং তারিখে দুপুর ০৩.০০ ঘটিকায় জয়পুরহাট থেকে তাকে গ্রেফতার করে। মোঃ রিপন হোসেন (১৯), পিতা-মোঃ মাহতাব আলী, সাং-দক্ষিণ চকজদু, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁ।

ঘটনা সূত্রে জানা যায়, মোছাঃ সুমাইয়া আক্তার (১৬) ধামুইরহাট এম.এ ডিগ্রী কলেজ এ একাদশ শ্রেণীর ছাত্রী। অপহরণকারী মোঃ রিপন হোসেন গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে বেলা ১১.০০ ঘটিকায় সুমাইকে তার নিজ বাড়ির সামনে একলা পেয়ে তার মুখ চেপে ধরে মোটর সাইকেলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোজাখুজির পর মোছাঃ সুমাইয়া আক্তার (১৬) কে খুজে না পেয়ে এক পর্যায়ে ধামুইরহাট থানায় একটি অভিযোগ দাখিল করেন। ধামুইরহাট থানায় অভিযোগের পর র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী রিপন কে গ্রেফতার এবং ভিকটিম সুমাইয়া কে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৪ মার্চ ২০২৪ ইং তারিখে জয়পুরহাট জেলার সদর থানাধীন পলিবাড়ি এলাকা হতে অপহরণকারী রিপন কে গ্রেফতার এবং ভিকটিম সুমাইয়া কে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com