September 20, 2024, 5:38 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি।

যৌনকর্মী তুলনার জবাব কীভাবে দিলেন কঙ্গনা!

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত খোলাখুলি ঘোষণা দিয়েছিলেন – বিজেপি’র টিকিট পেলে লোকসভা ভোটে লড়তে চাই’। ঘোষণার পর গেলো রবিবারই পেয়ে গেলেন উপহার। নিজের জন্মভূমি হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন এই বলিউড অভিনেত্রী। এটা যেনো কঙ্গনা’র বহুদিনের স্বপ্নপূরণ। তবে কঙ্গনা যেখানে থাকবেন, বিতর্ক উঠবে সেখানেই। আর তাই তো বিজেপির টিকিট পাওয়া মাত্রই কঙ্গনার দিকে ধেয়ে এল কটাক্ষ।

জানা গেছে, এই বলিউড ক্যুইনকে ‘যৌনকর্মী’র সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। সুপ্রিয়া শ্রীনাথ এইদিন কঙ্গনা রানাউতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই ছবিতে অভিনেত্রীকে খোলামেলা পোশাক পরে দেখা গিয়েছে। সাদা রঙের বিকিনি পরা কঙ্গনার ছবি পোস্ট করে নেত্রী লেখেন, মান্ডিতে কী দাম চলছে এখন একটু বলবেন ? নেত্রীর এমন মন্তব্য থেকেই স্পষ্ট তিনি কঙ্গনাকে কোন চোখে দেখছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর – নেত্রীর এমন কাণ্ড নজরে এসেছে কঙ্গনারও। বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী বলে পরিচিত কঙ্গনা চুপ থাকেননি। বরং উচিত জবাব দিয়েছেন নেত্রীকে। কঙ্গনা সোশাল মিডিয়ায় লেখেন, সম্মানীয় সুপ্রিয়া দেবী, আমার গেলো ২০ বছরের ক্যারিয়ারে আমি বিভিন্ন ধরনের মহিলাদের চরিত্রে অভিনয় করেছি। ক্যুইন ছবিতে সাধারণ একটি মেয়ে থেকে, ধাকড়ে দুর্দান্ত দেখতে চর, মণিকর্নিকায় ইশ্বর থেকে চন্দ্রমুখীতে ভূতের চরিত্রে অভিনয় করেছি। রাজ্জোতে বেশ্যার চরিত্রে অভিনয় করেছি, এমনকী থালাইভিতে নেত্রীর চরিত্রেও পর্দায় ধরা দিয়েছি।

নেত্রীকে কড়া জবাব দেওয়া ওই পোস্টে কঙ্গনা আরও লেখেন, গালিগালাজ করার জন্য যৌনকর্মীদের কথা না টানাই ভালো। প্রতিটা নারীর মর্যাদা প্রাপ্য।প্রসঙ্গত, হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চান বলে বছর দুয়েক আগেই এক সাক্ষাৎকারে ইচ্ছেপ্রকাশ করেছিলেন কঙ্গনা। সেই ইচ্ছাই পূরণ হলো এবার। বরাবর বিজেপির হয়ে সুর চড়ান তিনি। এবার গেরুয়া শিবিরের টিকিটে সরাসরি নির্বাচনী ময়দানে বলিউড ‘ক্যুইন’ খ্যাত এই তারকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com