September 20, 2024, 4:07 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি।

সিরাজগঞ্জ শাহজাদপুরে এক সঙ্গে ৪ কন্যা শিশুর জন্ম।

দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খোকশাবাড়ি গ্রামের অটোভ্যান চালক সবুজ আলী শেখের(৩৫) স্ত্রী সোনিয়া খাতুন (২২) তার ১১ মাসের এক কন্যা সন্তান রেখে বুধবার দুপুর ১২ টার দিকে সিজার করে এক সঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা করতোয়া ব্রীজের পাশে ইসলামিয়া হাসপাতালে এ ৪ শিশুর জন্ম হয়। এখনও পর্যন্ত ৪ শিশুই সুস্থ্য আছে। তাদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শিশুর পিতা ভ্যান চালক সবুজ শেখ বলেন, আমি হতদরিদ্র ভ্যানচালক। দিন আনি দিন খাই। আমার আগের একটি ১১ মাসের কন্যা সন্তান রয়েছে। এ অবস্থায় আমার স্ত্রী আবারও গর্ভবতী হয়ে পড়ে। আমরা নষ্ট করার সিদ্ধান্ত নেই। চিকিৎসক পরীক্ষা করে বলে এক সঙ্গে ৩ সন্তান রয়েছে। তাই এটা নষ্ট করা ঠিক হবে না। তাই তার পরামর্শে রেখে দেই। ৮ মাসে আজ প্রসব বেদনা উঠলে এ হাসপাতালে নিয়ে আসি। অপারেশন করে চিকিৎসক একে একে ৪ শিশু বের করে। সবগুলো শিশু ও মা সুস্থ্য থাকায় আমরা খুশি। কিন্তু এখন তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য অনেক টাকা দরকার কিন্তু আমার তো কোনো টাকা পয়সা নেই। তাই চরম বিপাকে পড়েছি। তাই হৃদয়বানরা আমার পাশে দাড়ালে আমার এই শিশুগুলির প্রাণ বেচে যাবে।
এ বিষয়ে শিশুর মা সোনিয়া বলেন শিশুগুলিকে বাচাতে সাহায্য সহযোগিতা প্রয়োজন। সবাই এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
এবিষয়ে ইসলামিয়া হাসপাতালের এমডি মো: গোলাম মোস্তফা বলেন, প্রসববেদনা নিয়ে সকালে সোনিয়াকে আমাদের এখানে আনার পর আমরা আল্ট্রাস্নোগ্রাম করে ৪ শিশু নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মা ও শিশুদের বাচাতে সিজারের পরামর্শ দেই। এরপর তাদের সম্মতিক্রমে ডা: ইখতিয়ার উদ্দিন সোহেল সিজার আপারেশন করে ৪ শিশুর জন্ম দেন। মা ও শিশুরা সুস্থ্য আছে। তাদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com