September 20, 2024, 5:38 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি।

দিনাজপুর বিরামপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েকটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত।

দিনাজপুর বিরামপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুটি ইউনিয়নের ১৫ গ্রামের বেশকিছু মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন।

বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার বিনাইল ইউনিয়নের নুরুল হুদা দাখিল মাদ্রাসা মাঠে হাফেজ আব্দুল কাইুম এবং সকাল ৯টায় জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর গ্রামের মেহেদী হাসানের বাড়ির আঙিনায় মাওলানা দেলোয়ার হোসেন কাজী এই দুটি জামাতে নামাজ পড়ান।

খয়েরবাড়ি-মির্জাপুর জামে মসজিদে ঈদের জামাতের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন কাজী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিনঘণ্টা। আর তিন ঘণ্টার কারণে পুরো দিনকে পার্থক্য করতে পারে না। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করলাম।’

তিনি আরও বলেন, ‘১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করছি। বিগত বছরের তুলনায় এবার জামাতে মুসল্লিদের উপস্থিতি বেশি হয়েছে।’

নামাজে অংশ নেওয়া মুসল্লি শাহিন আলম বলেন, আজকে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। বিশ্বের প্রায় অধিকাংশ দেশে আজকে ঈদুল ফিতর পালিত হচ্ছে। একই দিনে নামাজ আদায়ের মাধ্যমে আমাদের মুসলিমদের মধ্যে একতা বজায় থাকবে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বিরামপুর উপজেলার দুইটি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ পড়াকে কেন্দ্র করে সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়ে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।’

(আব্দুর রউফ সোহেল)

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com