October 6, 2024, 1:15 pm
দৈনিক আলো প্রতিদিন ডেস্ক: হলের তামিল এবং মুম্বাইয়ের হিন্দি চলচ্চিত্রের ক্রেজ পূজা হেগড়ে। ‘রাধে শ্যাম’, ‘আলা বৈকুণ্ঠাপুরামুলো’, ‘সার্কাস’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর মতো ছবিতে অভিনয় করে দারুণ পরিচিতি পেয়েছেন এই প্রজন্মের অভিনেত্রী পূজা। এবার বিলাসবহুল বাড়ি কিনে খবরের শিরোনাম হলেন তিনি। জানা গেছে, নিজের জন্ম শহর মুম্বাইতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন পূজা। তার এই বাড়ির জন্য ব্যয় করেছেন বিপুল অংকের অর্থ।
ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, পূজার সদ্য কেনা এই বাড়ি আরব সাগরের তীরে অবস্থিত। এই বাড়িতে বসবাসের জায়গা ৪ হাজার বর্গফুট। মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায় অবস্থান বাড়িটির। এর জন্য ৪৫ কোটি রুপি ব্যয় করেছেন নায়িকা, বাংলাদেশি মুদ্রায় ৫৮ কোটি টাকারও বেশি।
পূজা হেগড়ের এক ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছে। তার মতে, বাড়িটি থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। এছাড়া ভেতরের নকশায়ও রয়েছে আভিজাত্যের ছাপ। খুব শীঘ্রি নতুন এই বাড়িতে পূজা উঠবেন বলেও জানা গেছে।
এদিকে পূজা হেগড়ের হাতে বর্তমানে রয়েছে ‘দেবা’ নামের একটি ছবির কাজ। ছবিটি পরিচালনা করছেন রোশান অ্যান্ড্রুস। এতে পূজার সঙ্গে আছেন শহিদ কাপুর। আগামী ১১ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।