September 20, 2024, 5:49 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি।

ঘোড়াঘাটে মহান মে দিবস-২০২৪ পালিত।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, র‌্যালী ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৪ পালিত হয়েছে।

বুধবার (১লা মে) সকাল ১১টায় ঘোড়াঘাট থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: রাজ- ১৪২৫) এর আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলার রানীগঞ্জ বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সারওয়ার হোসেন, ৩নং ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, ইউপি সদস্য আব্দুল মালেক মন্ডল, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম, সেলিম রেজা, আতিকুর রহমান, নার্গিস আক্তার প্রমুখ। এর আগে উপজেলার রানীগঞ্জ বাজারে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠন ও জাতীয় পতাকা উত্তোলন করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া আলোচনা শেষে উপস্থিত ৪/৫ শত মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শ্রমিক নেতা শেখ মোহাম্মদ বদিউজ্জামান, মোশাররফ হোসেন, আবুল কালাম, জাহাঙ্গীর আলম বুলু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com