October 6, 2024, 1:24 pm
বগুড়া প্রতিনিধি: ৪ এপিবিএন, বগুড়ার সাইবার ক্রাইম টিম কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিকটিম মোছাঃ রুকাইয়া খাতুন(১৭) কে মিঠাপুকুর,রংপুর থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে ভিকটিমের বাবা আব্দুর রশিদ মিয়া(৪৬) গাজীপুর জেলার কাশিমপুর থানায় একটি হারানো জিডি করেন যে তার মেয়ে মোছাঃ রুকাইয়া খাতুন(১৭) গত ২৮-০৪-২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৩ঃ৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকা থেকে হারিয়ে যায়।
নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেয়ে ভুক্তভোগীরা ৪ এপিবিএন, বগুড়া সাইবার ক্রাইম টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাইবার ক্রাইমের হট লাইন-০১৩২০-১৯০২০৫/ ০১৩২০-১৯০২০৬-এ যোগাযোগ করে আপনার অভিযোগ/পরামর্শ নিতে পারেন।
উল্লেখ্য যে, সাইবার ক্রাইম সংক্রান্তে সকল ধরণের সহযোগিতার জন্য প্রস্তুত “সাইবার ক্রাইম টিম”।