October 6, 2024, 2:13 pm
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: গতকাল শনিবার সন্ধা ৭টায় বগুড়ার শাজাহানপুরের রাণীরহাটে অবস্থিত সাকিব আইসিটি ভিলেজ স্কুলের উদ্যোগে মেধাবী ছাত্র/ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। সাকিব আইসিটি ভিলেজ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধাান অতিথি হিসেবে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মোহম্মদ মাহমুদুর রহমান ভারপ্রাপ্ত পরিচালক জাতীয় কম্পিউটার প্রশিক্ষন ও গবেশণা একাডেমী নেকটার, বগুড়া।
জিহাদ হোসেনের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মুঞ্জুর রহমান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,প্রধান শিক্ষক নুরমাহ্মুদা খাতুন মালা, অভিভাবকের পক্ষে আরজুমা খাতুন,স্বেচ্ছাসেবক সালেহীন, নিয়ামুল, মুজাহীদ, নাজমুল, মারুফ, মোস্তাকিম, নয়ন, সোহান, সিরাত, নেহা, আয়েশা, জান্নাতি প্রমুখ।