September 20, 2024, 6:01 pm
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪ টায় ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের, জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম সরকার, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাতিয়াস মার্ডি, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পয়েল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লস্কর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক ফারুক খন্দকার, ১নং বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রধান, ২নং পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ, ৩নং সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা প্রতিষ্ঠাকালীন সময় থেকে দীর্ঘ এ ৭৫ বছরে আওয়ামী লীগের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
(মোহাম্মদ সুলতান কবির)