September 20, 2024, 4:32 pm
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজবপুরের ঘোড়াঘাটে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংস্থা “পল্লী বিকাশ সহায়ক সংস্থা- পিবিএসএস” এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার ( ৮ জুলাই) বিকেলে উপজেলার ঐতিহাসিক এলাকা বারপাইকেরগড় দরগা বাজারে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংস্থার প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুলতান কবির এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু, রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত যুব সংগঠক ও উদ্যোক্তা কাজী আবু সায়াদ চৌধুরী প্রমুখ। এ সময় উপজেলার রানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মীর নুর ইসলাম, মোসাদ্দেক হোসেন ও সংস্থার সাধারণ সদস্য রেজাউল করিম, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংস্থার প্রধান নির্বাহী মোহাম্মদ সুলতান কবির বলেন, গত ২০২২ সালের ৮ জুলাই আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এলাকার গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যতসামান্য হলেও সেবা করে আসছে। আগামীতে এই সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে এলাকায় ব্যাপক ভুমিকা রাখতে পারবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি ।
(মোহাম্মদ সুলতান কবির)