September 20, 2024, 4:59 pm
বগুড়া শাহজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে গতকাল বুধবার সকালে মুক্তিযোদ্ধা স্কুল এন্ড কলেজ চতুরে গাছ রোপন উদ্বোধন করেন বগুড়া ৫ এর এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান মজনু।
তিনি বলেন ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। প্রতিটি দুর্যোগ মোকাবেলায় সকলকে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন শিক্ষার্থী ও অভিভাবকদের পতিত জমিতে গাছ রোপনের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুর হোসেন, মাঝিরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সহ অন্যান্য প্রমখ।