September 20, 2024, 6:18 pm
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে উপজেলা দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুলাই) বেলা ১১টায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অভিষেক ও শপথ গ্রহণ করেন।
অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ দলিল লেখক সমিতির উপজেলা শাখার আহ্বায়ক আলীম উদ্দিন সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাব-রেজিষ্ট্রার দোস্ত মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন দলিল লেখক সমিতির একাংশের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
নব-নির্বাচিত কমিটির সহ সভাপতি মোজহার আলী, সহ-সাধরণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী, কোষাধ্যক্ষ আব্দুল বাছেদ রঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, প্রচার সম্পাদকে মাতলুর রহমান মন্টু সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি আসাদুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক বাদশা আলমগীর সহ নব-নির্বাচিত ১১সদস্যদের শপথ বাক্য পাঠ করান সাব-রেজিষ্ট্রার দোস্ত মোহাম্মদ।
এসময় নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে, গত বুধবার (১৭ জুলাই) শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশ দলিল লেখক সমিতির শাজাহানপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে আসাদুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক বাদশা আলমগীর নির্বাচিত হন।