September 20, 2024, 6:10 pm
বগুড়া শাজাহানপুর প্রতিনিধিঃ ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনার পতনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদের জন্য আজ পুরা জাতি হত-বিহল। শোকে মুহ্যমান হতাহতের স্বজনরা।
নিহতদের স্বজনদের বুকফাটা আর্তনাত আর আহাজারিতে ভারি হয়ে উঠেছিল সারাদেশ। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার দুরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপির যগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ মন্ডল, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাফিজার রহমান, আবু সালেক, ইউসুব আলী, মতিয়ার রহমান, ইকরাম হোসেন, মোখলেছার রহমান, রাজিবুল ইসলামসহ অন্যান্য প্রমূখ।
শোকের এ মুহূর্তে আমাদের সবার উচিত, মৃত্যুবরণকারীদের জন্য আল্লাহ্তালার দরবারে শহীদি ময়ার্দা লাভের জন্য দোয়া করা। আল্লাহ্তাআলা আহত-নিহতদের পরিবারকে এ ঘটনার ভার সইবার তৌফিক দিন। দোয়া পরিচালনা করেন কেন্দীয় জামে মসজিদের ইমাম শাহীনুর রহমান।