October 6, 2024, 1:36 pm
বগুড়া শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাদলা-বনানী বাইপাস রোডে মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসার সাধারণ ছাত্র ছাত্রীরা মাদ্রাসায় হিন্দু ইংরেজী বিষয়ের শিক্ষিকা নিয়োগ দেওয়ায় তার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ।
মাদ্রাসার সুপার আনোয়ারুল হক জানান গত কয়েক দিন আগে আমার মাদ্রাসায় এনটিআরসি এর মাধ্যমে একজন হিন্দু মহিলা ইংরেজী বিষয়ের শিক্ষিকা বেজোড়া গ্রামের নাম তন্দ্রা রানী নিয়োগ পেয়েছে বলে চিঠি আসে।পরবর্তীতে সেই শিক্ষিকা যোগদান করার জন্য খোজখবর নিতে মাদ্রাসায় এলে তখন ছাত্র ছাত্রীরা জানতে পারে এবং তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এরপর ছাত্র ছাত্রীরা তাদের অভিভাবকদের বললে তারা তখন ক্ষিপ্ত হয়ে ছাত্র অভিভাবক মিলে মাদ্রাসায় যাতে করে ওই হিন্দু শিক্ষিকা যোগদান করতে না পারে তারই প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে।
তারা মনববন্ধনে বক্তরা বলেন ইসলামী রাষ্ট্রে বাংলাদেশের কোন মাদ্রাসায় হিন্দু শিক্ষক/শিক্ষিকা দ্বারা শিক্ষা দান কিচুতেই মেনে নিবো না।তারা আরো বলেন যদি হিন্দু শিক্ষিকা যোগদান করে তাহলে আমরা ক্লাস বর্জন করবো।