October 6, 2024, 12:58 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু জামগ্রামে জমি-জমা সংক্রান্ত বিবাদের জের ধরে গত সোমবার সকাল ১০ টা দিকে প্রতিপক্ষের মারপিটে কমপক্ষে ৬ জন আহত হয়। গুরুত্বর আহত আব্দুস ছালাম (৩৫), আমানুর রহমান(৩২) মানিক উদ্দিন (৩০) ও সৈকত (১৬) কে বগুড়া শজিমেক হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
ঘটনার সময় আহতরা তাদের রোপা আমন জমিতে নিরানীর কাজ করতে ছিলেন,এসময় প্রতিপক্ষের লোকজন লাঠি, সোটা সহ দেশীয় অস্ত্রে-শাস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা করে, জামগ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুস ছালাম(৩৫), আমানুর রহমান রহমান (৩২), মানিক উদ্দিন (৩০),আমানুরের ছেলে সৈকত (১৪), রইচ উদ্দিনের ছেলে মন্টু (৫০) ও মেরাজ (৪০) কে মার-পিট করে গুরুত্বর আহত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কাহালু হাসপাতাল নেয়। সেখানে অবস্থার অবনতি হলে ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।