September 20, 2024, 5:45 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস’ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহালুতে ৩শ’ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার। আল্লাহর এই জমিনে অচিরেই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ –অধ্যক্ষ মাওঃ তায়েব আলী সোনাতলায় বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন। উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ। নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশন কোম্পানীর পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য গো- খাদ্য প্রেরণ। বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। ঘোড়াঘাটে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত। কাহালুর মাঝপাড়া জাগ্রত মানবসেবা সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন। তালোড়ার ডাঃ শফিউল করিমের প্রাণ নাশের চেষ্টা থানায় জিডি।

কাহালুতে গণ পিটুনিতে আতা বাহিনীর সক্রিয় সদস্য রাকিব নি*হত।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে চাঁদাবাজী করতে গিয়ে সন্ত্রাসী আতা বাহিনীর সক্রিয় সদস্য রাকিব হোসেন(২৪)গণ পিটুনিতে নিহত হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেন।

এলাকাবসী সূত্রে জানাগেছে উপজেলার মালঞ্চা ইউনিয়নের শিবা কলমা গ্রামের ফনিদ্রনাথের মেয়ের বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ বগুড়ার ত্রাস সন্ত্রাসী আতা তার বাহিনীর ৮/১০ জন সদস্য নিয়ে গত শুক্রবার রাত ১০ টার দিকে ফনিন্দ্রনাথের বাড়িতে গিয়ে ১০ লাখ টাকার চাঁদা দাবী করে। এসময় ফনিদ্রনাথ দাবীকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেধকড় মারপিট শুরু করে, ফনিন্দ্রনাথের ডাক-চিৎকারে সাখা নামক এক ব্যক্তি এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে মার-পিট ও ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে এবং গুলি ছুড়ে ত্রাসের সৃষ্টি করে।

বিষয়টি গ্রামবাসী অবগত হয়ে প্রতিরোধ গড়ে তুললে আতাসহ তার বাহিনীর অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও গ্রামবাসী রাকিব হোসেন কে আটক করে গণ-পিটুনি দেন, এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাকিব হোসেন কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ পুর্বপাড়ার সামছুল হকের ছেলে। পলিশ জানিয়েছেন, রাবিক একাধিক সন্ত্রাসী মামলার আসামী সে একজন চিহৃত সন্ত্রাসী। পুলিশ ঘটনাস্থল হতে মৃতদেহ উদ্ধার করে মগের্ প্রেরণ করেন। রাকিবের নিহতের বিষয়টি কাহালু থানা অফিসার ইনর্চাজ শাহিনুজ্জামান শাহিন নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com