October 6, 2024, 2:20 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের অর্জিত ২০২৪ সালের স্বাধীনতার সুফল সর্বস্তরের জনতার দোর গড়ায় পৌছে দিতে হবে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের যথার্থ মুল্যায়ন করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর যারা নির্যাতন, হত্যাকান্ড চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মূখো-মূখী করতে হবে। দেশ থেকে অন্যায় অবিচার দূর্নীতির মূলোৎপাটন করতে হবে। গত মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাহালু উপজেলা শাখার গণ সমাবেশের প্রধান অতিথিতি বক্তব্যে নায়েবে আমীর মাওঃ আব্দুল হক আজাদ উপরোক্ত কথাগুলো বলেন। কাহালু রেলওয়ে তলায় উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক সরদার তোতার সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত গণ সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি আ ন ম মামুনূর রশিদ, উপদেষ্টা ইউনূস আলী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান,প্রচার সম্পাদক আব্দুল মতিন প্রমূখ।