October 6, 2024, 1:14 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা গত রোববার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়মে অনুষ্ঠিত হয়। কাহালু উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব এ বি এম হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রাধঅন অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, বগুড়া জেলা বিএনপি’র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম, পৌর বিএনপির সভাপতি অনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান বাবু প্রমুখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।