October 6, 2024, 1:38 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধি: দুপচাচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের দেবখন্ড গ্রামের ডাঃ শফিউল করিম তালুকদার কে গত ১২ সেপ্টেম্বর সকাল ১০ টা দিকে, দেবখন্ড গ্রামের তাতিগাড়ী পুকুরের উত্তর পার্শ্বে জমি-জমা সংক্রান্ত বিবাদের জের ধরে মৃত ফজলুল হকের ছেলে, কাহালুর দরগাহাট ডিগ্রী কলেজের মনবিজ্ঞান বিভাগের প্রভাষক, আমার ভাতিজা ফাইজুল ইসলাম (৪০) গালিগারাজ করতে থাকে। আমি গালিগারাজ করিতে নিষেধ করিলে সে আমাকে তার হাতে থাকা কোদাল দ্বারা মারার জন্য উদ্দ্যত হয়। সে আমাকে এবং আমার পরিবারের লোকজনকে হত্যা ও গুম করিয়ে ফেলার হুমকী সহ ভয়-ভীতি প্রদর্শন করে।
এবিষয়ে ডাঃ শফিকুল করিম তালুকদার গত ১৪/০৯/২০২৪ ইং তারিখে দুপচাচিয়া থানা ৫৪১ নং একটি জিডি করেন।