October 6, 2024, 12:41 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর নিউ হোপ এ্যানিমেল নিউট্রিশনের পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদেও জন্য ১০ মেঃ টন গো-খাদ্য প্রেরণ করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে কোম্পানী বাংলাদেশের চেয়ারম্যান হ্য ছুয়ান শুইয়ের নির্দেশনায় ঢাকার সাভারে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে এ ত্রাণ প্রেরণ করা হয়। এর মধ্যে লেয়ার মুরগীর খাবার ৫ মেঃ টন ও ডেইরী ক্যাটল ফিড ৫ মেঃ টন। কর্মসূচীতে প্রতিনিধিত্ব করেন, নিউ হোপ বগুড়ার চাইনিজ ম্যানেজমেন্টের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার মিঃ শু হং বিং। উল্লেখ, গত ২৬ আগস্ট নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড এবং নিউ হোপ ফিড মিল বাংলাদেশ লিমিটেড বন্যার্তদের ত্রাণ হিসেবে ১২ টাকার বিশুদ্ধ বোতলজাত পানি, শুকনো খাবার বিস্কুট ও প্যাকেট দুধ প্রেরণ করা হয়।