October 6, 2024, 2:14 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়ীয়ার হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার ঢাকা থেকে গ্রেফতার। কাহালুতে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় লম্পটকে আটক, অতঃপর ছিনিয়ে নেওয়ার অভিযোগ। পাবনায় গাঁজা ও ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শরীয়তপুরের ডামুড্যা এলাকায় চাঞ্চল্যকর রাসেল হত্যাকান্ডে জড়িত অন্যতম প্রধান আসামী মনির ফকির গ্রেফতার। মাদারীপুরে ০৬ বছরের প্রতিবন্ধী শিশু ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি গ্রেফতার। বগুড়া সদর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত. কাহালুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবকদের সাথে মত বিনিময় সভা। বদলগাছীতে বিভিন্ন আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত।

নওগাঁয় শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আতঙ্কে এলাকাবাসী।

মাসুদ রানা নওগাঁ প্রতিনিধি: প্রকৃতি যেন আমাদের সাথে বৈরিতা করেই চলছে, একদিকে প্রচন্ড রদ্রুর, তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেই, অনা বৃষ্টি, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জন্য জীবন বিপর্যস্ত। অন্যদিকে পাড়া মহাল্লায় বেড়ে গেছ শেয়াল কুকুর ও বিড়ালদের দোরাত্ম গত কাল সদর উপজেলা শিকার পর ইউপির চককালিদাস গ্রা্মে( রাহিম) সাড়ে তিন বছরের শিশু তার নিজ বাড়িতে নখেলাধুলা করতেছে তার দাদী পাশে কাজ করতে ছিলো, সামন্য অমনোযোগীতার কারণে শিশুটিকে শিয়াল কামড় দিয়ে ধরে আদারের দিকে নিয়ে যায়, হটাৎ কান্নাকাটি দেখে তার দাদি পিছনে তাকিয়ে দেখে ২ টি শিয়াল শিশু সন্তানকে কামড় দিয়ে আদারের দিকে টেনে নিয়ে যাচ্ছে তৎখনাত দাদীর চিৎকারে স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশু টি কে প্রানে বাঁচায়। শিশুটি নওগাঁ সদর হাসপাতালে, ভাকসিন ও চিকিৎসা নিয়ে বাড়িতে যান সে এখন সুস্থ আছে তবে আর ২ টি ভাকসিন নিতে হবে।

শ্রী দেবনাথ (৪০), দুবলহাটি মাতাসাগর তাকেও খেতের কাজ করতে কুকুর কামড় দেয়, আবুল কালাম আজাদ (৫০)সদর আতিথা তাকে রাএে ঘুমিয়ে থাকা অবস্থায় বিডালে কামড় দেয়, সদর পৌরসভা নিবাসী, আনোয়ার হোসেন বলেন, চকদেব ডাক্তার পাড়ায় সবচেয়ে কুকুরের উপদ্রব অতিরিক্ত এতে করে রাতের বেলাই ছোট বড় সকলের ঘুমের খতি হয়, ছেলে মেয়েরা একা বাহিরে যেতে পারে না, স্কুলে যাবার সময় তাদেরকে ধাওয়া করে তাতে তারা ভয় পাই। কুকুর নিধনে সরকারের হস্তক্ষেপ জরুরী দরকার।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তবরত ডাক্তার মোছাঃ শামসুন্নাহার বলেন, ইদানিং শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ের রুগি একটু বেশি দেখা যাচ্ছে, কারণ হিসেবে তিনি যেটি ব্যাখ্যা করেন মাঠে তরমুজ, বাঈির, আঁখ, ফসল যখন চাষ হয় তখন এগুলোর উপদ্রব তুলনামূলক কম থাকে। শিয়াল, কুকুর বিড়াল কামড়ালে সরকারি হাসপাতালে রোগীদের ফ্রি ৩টি ভাকসিন ড্রোস দিয়ে থাকে রোগির ক্ষত বেশি হলে তাদেরকে (Rig) ইনজেকশন দিতে হয়। বাহিরে এগুলো চিকিৎসা নিতে গেলে ৪৫০০/৫০০০ টাকা ব্যায় হবে যা সাধারণ দের জন্য কঠিন।

সদর হাসপাতালের RMO মৌমিতা জলীল বলেন, পুরাতন টেন্ডারে জলাত্যাংক কর্ণারের ভাকসিন, টিকার যে স্টক ছিলো তা সারা দেশের ন্যায় আমাদের ও শেষ পর্যায়ে যতটুকু আছে তা দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি রোগির ড্রোস পূর্ণ করার, তবে এখন এই রুগির সংখ্যা একটু বেশি, সারা দেশের মতো নতুন টেণ্ডার হলে আবার এবোল এবোল ভাকসিন, টিকার স্টক থাকবে সকল রুগিই বিনা মূলে হাসপাতালে বরাবরের ন্যায় সেবা পাবেন ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com