October 6, 2024, 1:27 pm
ফয়সাল আহম্মেদঃ বগুড়ার সোনাতলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত ওসি মিলাদুন নবী। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সোনাতলা থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন লিখন, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাবেক সভাপতি রেজাউল করিম মানিক, সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, সাংবাদিক রবিউল ইসলাম সাজু, শহিদুল ইসলাম শাহীন, জাহিনুর ইসলাম, আমিরুল ইসলাম, বাবু, মিজানুর রহমান রনি, বিকাশ সর্নকার, হারুন, ইসমাইল হোসেন, ফয়সাল আহম্মেদ, মিনাজুল ইসলাম, মিনহাজুল বারি মিম, তৌহিদ আহম্মেদ, হারুন অর রশিদ।
সভায় মাদক, জুয়া, বাল্য বিবাহ, অবৈধ বালু উত্তোলন সহ বিভিন্ন আইন বিরোধী কার্যক্রম বন্ধ করন সম্পর্কে আলোচনা করেন তিনি। এছাড়াও কাজের ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত ওসি মোঃ মিলাদুন নবী।